বারোবাজার(কালীগঞ্জ ) প্রতিনিধি
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ডিগ্রী কলেজ, কর্মচারী কর্মবিরতি। শিক্ষকদের উপর পুলিশ হামলার প্রতিবাদে বিদ্যালেয় শিক্ষক , কর্মচারী মঙ্গলবার কর্মবিরতি পালন করেন।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা তাদের ন্যায্য দাবি আদায়ে অবস্থান প্রকাশ করেন।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গতকাল সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ কর্মসূচি ঘোষণা করেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘আজ (গতকাল) রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে লংমার্চ ও চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে।’
এর আগে সকাল থেকে শিক্ষক-কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান শিক্ষক নেতারা। এ সময় দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের কাছে তথ্য এসেছে ৯০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছে। কিছু কিছু প্রতিষ্ঠান পালন করছে না। তবে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে, ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে।’
সম্পাদক ও প্রকাশক,এস এম মামুন
মোবাইল 01712245264
অফিস: ঝিনাইদহ
ই-মেইল: dailybarobazarnews@gmail.com
Design & Development By HosterCube Ltd.