কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
শনিবার সকালে বারোবাজার বাস স্ট্যান্ড থেকে গণসংযোগ শুরু করেন। পরে শহরের বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগ কর্মসূচিতে উপজেলা নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন বারোবাজার ইউনিয়ন বিএনপি নেতা জয়নাল বিশ্বাস,রাশেদ মুন্সী, মোহনবিশ্বাস, লতিফ মন্ডল,শরিফুল জোয়ারদার,তরিকুল ইসলাম,হারুন অর রশিদ,সিটি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক শফি কামাল সবুজ।
এছাড়াও জেলা ছাত্রদলের সহ-সভাপতি তানভীর রহমান রনি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।নির্বাচনকে ঘিরে এই গণসংযোগে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিলো।