সর্বশেষ :
dailybarobazarnews.com এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

আইনশৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেছেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সকল সমস্যা উত্তরণে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে পারব। সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভাতে তিনি একথা বলেন।

ইউএনও রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভার শুরুতেই তিনি অত্র কমিটির সকল সদস্যকে সাথে পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আলোচনা সভাতে মাদক, বাল্য বিয়ে, আত্মহত্যা প্রতিরোধ, শহরে যানজট নিরসন, মাংশ বিক্রেতাদের তদারকি ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ছাড়াও নানা সমস্যাদি উত্তরণসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোট পরিচালনার সিদ্ধান্ত হয়।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত, বিএনপি নেতা মূর্শিদাজামান বেল্টু, ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জামায়াতের মাওঃ ওলিয়ার রহমান, ছাত্র প্রতিনিধি হুসাইন আহম্মদ, সাংবাদিক জামির হোসেন, আহসান কবির, হুমায়ুন কবির, নয়ন থন্দকার ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসক, প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2025 dailybarobazarnews.com
Design & Development By HosterCube Ltd.